Image description

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পানিতে ডুবে নয়ন মিয়া (১৩) নামে  এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার( ৩১ মার্চ) ঈদের দিন বিকেলে পিয়াইন নদীর জাফলং জিরো পয়েন্টে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত  নয়ন  মিয়া (১৩) হবিগঞ্জ  জেলার নবীগঞ্জ থানার শমারগাও গ্রামের ফুল মিয়ার ছেলে। বর্তমানে সিলেটের সুবিদবাজার আবাসিক এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহত নয়ন মিয়া কয়েকজন বন্ধুসহ জাফলং জিরো পয়েন্ট গোসল করতে নামেন। সাতার না জানায় গোসলের এক পর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় নয়ন। এসময় তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুজি করে ঘণ্টা খানেক পর তাকে উদ্ধার করে। পরে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

ঘটনায় সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ মানবকন্ঠকে বলেন, ঈদের দিনে জাফলং পর্যটন স্পটে ঘুরতে এসে পানিতে ডুবে নয়ন মিয়া নামে এক পর্যটকদের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়ার শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।