Image description

হবিগঞ্জের বাহুবলে গৃহবধূকে উত্যক্ত করার জেরে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজার সংঘর্ষ শুরু হয়। এতে শতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, আজ দুপুরে উপজেলার বানিয়াগাও গ্রামের এক যুবক তার স্ত্রীকে নিয়ে চা বাগানে ঘুরতে যান। এসময় চারগাও গ্রামের ৩ যুবক তার স্ত্রীকে উত্যক্ত করে। এ নিয়ে বিকেলে ওই গৃহবধূর পরিবারের লোকজনের সঙ্গে চারগাও গ্রামের ৩ যুবকের কথা কাটাকাটি হয়। 

এর জের ধরে সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বানিয়াগাও গ্রামের পক্ষ নেয় জয়পুর গ্রামের লোকজন। এতে মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে।