
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মাফিয়া খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা ঝিনাইদহ এলাকার আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিয়া খাতুন বগুড়া জেলার ধনুট উপজেলার পিরহাটি গ্রামের আব্দুস সোবাহানের মেয়ে।
জানা যায়, নিহত শিশু মাফিয়া খাতুন চান্দাইকোনা ইউপির পাশ্ববর্তী বাঐখোলা গ্রামে নানা মো. খাজিবুর রহমানের বাড়ি বেড়াতে গেলে অটো রিকশা দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় প্যানেল চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবার দাফনের জন্য নিয়ে যায়।
Comments