Image description

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। এসময় বসতবাড়ি ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাঝারদিয়া গ্রামের মিন্টু মিয়ার সঙ্গে বেলায়েত মোল্যার দীর্ঘদিন যাবৎ গ্রাম্য দলাদলি রয়েছে। দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে বেলায়েত মোল্যার সমর্থক আজিজুল শেখকে (৪০) কুপিয়ে জখম করে মিন্টু মিয়ার সমর্থকরা। আজিজুল শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এরই জের ধরে বিকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের ১০টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কৃষক কবির শেখ অভিযোগ করেন মারামারির সময় এলাকার ১০ থেকে ১২টি খড় ও পাটখড়ির গাদায় আগুন দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে গ্রামের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এ সময় একটি বাড়ি ভাঙচুরসহ কয়েকটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে।’

ওসি আরও বলেন, ‘অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’