কালকিনিতে ঘরে ঢুকে কুপিয়ে মাছচাষির হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

মাদারীপুরের কালকিনিতে দুর্বৃত্তদের হামলায় ইউনুস সরদার (৪৫) নামে এক মাছচাষির হাত বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে তার স্ত্রীকেও পিটিয়ে জখম করা হয়। শুক্রবার (৪ এপ্রিল) ভোর রাতে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। হামলায় আহত ইউনুস সরদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ভোররাতে মাছচাষি ইউনুস সরদারের ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িঘর তছনছ করে তারা।পরে ধারাল অস্ত্র দিয়ে ইউনুসকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে ফেলে।এ সময় বাধা দিতে এলে ইউনুসের স্ত্রীকেও পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্বামী-স্ত্রীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
সিডিখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সহিদ সরদার জানান, ‘ইউনুস আমার ভাতিজা। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।’
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘কে বা কারা এই হামলা চালিয়েছে এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এলাকার আধিপত্য নাকি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা তা তদন্তের পরে বলা যাবে।'
Comments