
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় আতঙ্কে ওই শিক্ষার্থীসহ তার পরিবার। ইভটিজিংয়ের শিকার ওই শিক্ষার্থী উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
শিক্ষার্থীর বড় ভাই বাদি হয়ে রায়গঞ্জ থানায় উপজেলার চান্দাইকোনা এলাকার শিহাব সেখ (২১) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭ মার্চ বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে রাস্তায় ওই শিক্ষার্থীকে পথরোধ করে শিহাব সেখ (২১) নামে এক যুবক প্রেম প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে ঐ যুবক স্কুল শিক্ষার্থীকে নানাভাবে উত্তাক্তসহ হাত ধরে টানাটানি করে। এবং অসৎ উদ্দেশ্যে বুকে হাত দেয়। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর ডাক চিৎকারে তার স্বজনেরা এগিয়ে আসলে ঐ বখাটে পালিয়ে যায়।
স্কুল ছাত্রীর বড় ভাই মো. হাসানুর রাব্বী বলেন, পড়াশোনা করানো টা এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুলের যাওয়া আসার পথে বখাটে ছেলেদের জমায়েত থাকে। মেয়েরা আসা যাওয়ার সময় বিভিন্ন উস্কানিমূলক কথা বলে। শুধু আমার বোন নয় অনেক মেয়েই বখাটের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। বখাটের উৎপাত
কমানো না গেলে আমাদের সন্তানের পড়াশোনা বন্ধ ছাড়া কোন উপায় থাকবে না।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, শিক্ষার্থীর বড় ভাই থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলমান আছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তদন্ত সাপেক্ষে ঐ বখাটে কে আইনের আওতায় আনার।
Comments