Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ ২ যাত্রী নিহত হয়েছে। এ দূর্ঘটনায় অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম। অন্যজন উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস।

আহত ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে বাঁকীদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশু সহ ২ যাত্রী নিহত হয়। এবং অটোভ্যানে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠাবে বলে জানান।