Image description

ছাত্রলীগ নেতাদের সাথে ঘনিষ্ঠতা এবং সাংগঠনিক নিয়ম বিরোধী বিতর্কিত মন্তব্য করায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ছাত্রদল। এসব সমাবেশে মহানগর ছাত্রলীগ নেতাদের সাথে মিরণের ঘনিষ্ঠতা ও গোপন যোগাযোগের অভিযোগ আনা হয়।

ইতিমধ্যে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতিসহ একাধিক ছাত্রলীগ নেতার  সাথে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরণের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একই সাথে ‘নিজের গ্রুপের বা নিজস্ব বলয় ছাড়া’ কাউকে পদ পদবি না দেয়ার তার সিদ্ধান্তের একটি অডিও রেকর্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছে মহানগর ছাত্রদল। মাহমুদুল হাসান মিরণের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার বিকেলে নগরীর টঙ্গী পশ্চিম থানা, টঙ্গী পূর্ব থানা, টঙ্গী সরকারি কলেজ শাখা এবং গাছা থানা ছাত্রদল পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আল রাব্বি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মাহমুদ শুভ, রাকিবুল ইসলাম রাকিব, ইয়াসির খানের নেতৃত্বে শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় কলেজ গেট থেকে চেরাগআলী মার্কেট পর্যন্ত, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক পারভেজ, হৃদয় হোসেন ও রাফির নেতৃত্বে একই মহাসড়কের চেরাগআলী মার্কেট থেকে পাইলট স্কুল মার্কেট পর্যন্ত, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৌরভ হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আদিল মাহমুদ নিপুন ও সৈকতের নেতৃত্বে কলেজ গেট এলাকা এবং নগরীর গাছা থানা ছাত্রদলের  সভাপতি পদপ্রার্থী আতিক উল্লাহ খান, গাছা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য মো. গোলাম রাব্বানী ও নাজমুল ইসলামের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এসব সমাবেশে বক্তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ জানুয়ারি গাজীপুর মহানগর ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর পর থেকেই মিরণের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলো স্থানীয় ছাত্রদল নেতারা। এমনকি কমিটি ঘোষণার পর দিনই ওই বছর ২৭ জানুয়ারি নগরির রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে গেলে নব গঠিত কমিটির সদস্যরা হামলার শিকার হন। ওই সময় মাহমুদুল হাসান মিরণসহ নব গঠিত কমিটির সদস্যরা দলীয় কার্যালয়ে লাঞ্চিত হন।