Image description

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এজাহারভুক্ত আসামিকে ছাড়িয়ে নিতে চাওয়া ও পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে সিংগাইর থানা চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫)।

সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) পার্থ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিংগাইর থানার নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর রাত ৯টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এ সময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে রাতেই সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরীক্ষা করানো হয়।

সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি এবং মদপানের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।