Image description

পটুয়াখালীর বাউফ‌লে ৪র্থ শ্রেণির এক শিশু‌কে ধর্ষণের অভিযো‌গ পাওয়া ‌গে‌ছে। শ‌নিবার (৫ এপ্রিল) বিকাল ৪টার দি‌কে উপজেলায় ওই ঘটনা ঘ‌টে। এতে অভিযুক্ত সালাম খন্দকার (৬০) না‌মের এক ব‌্যক্তি‌তে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।  

ভুক্ত‌ভো‌গী পরিবা‌র সূ‌ত্রে জানা গে‌ছে, প্রতি‌দি‌নের মত ‌বি‌কেল বেলা ‌খেলা কর‌তে বে‌ড়ি‌য়ে ছি‌লেন শিশু‌টি। পা‌শের বা‌ড়ির সালাম খন্দকার শিশু‌টির মুখ চে‌পে ধ‌রে প‌রিত‌্যক্ত এক‌টি ভব‌নের ভেত‌রে নি‌য়ে ধর্ষণ ক‌রে। প‌রে শিশু‌টির চিৎকা‌রে স্থানীয় হাসান না‌মের এক ব‌্যক্তি ছু‌টে এসে তা‌কে উদ্ধার ক‌রে। এ ঘটনায় বাউফল থানায় এক‌টি ধর্ষণ মামলা হ‌য়ে‌ছে।

এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হো‌সেন ব‌লেন, নারী ও শিশু নির্যানত আইনে মামলা হ‌য়ে‌ছে।অভিযুক্ত সালাম খন্দকার‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। শিশুর ডাক্তারি প‌রীক্ষার পর পরবর্তী ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।