সন্দ্বীপে ৬০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের সন্দ্বীপে ৬০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডস্থ মতিয়া বোর্ডের রাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন— সাইফুল ইসলাম প্রকাশ কামরুল (৪০), জোহরা বেগম (৪০)।
এই বিষয়ে সন্দ্বীপ থানার ওসি সফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৬০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গেপ্তার করা হয়েছে। তাদেরকে থানার হেফাজতে রাখা হয়েছে।
Comments