Image description

বিএনপি নেতার বাড়িতে হামলা মামলার আসামি নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেপ্তার করার পর থানা থেকে ছিনিয়ে নেওয়া ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর থানার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার নজরে এসেছে। একটি মামলার আসামি মো. রুবেল উদ্দিনকে বাগাতিপাড়া থানা পুলিশ গ্রেফতার করে লালপুর থানার হেফাজতে রাখলে লালপুর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল-এর নামধারী বিপথগামী কতিপয় নেতাকর্মী মো. রুবেল উদ্দিনকে জোরপূর্বক থানা থেকে ছিনিয়ে নিয়ে যায়। যা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণিত ও দুঃখজনক ঘটনা। এ ধরনের ন্যাক্কারজনক কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লালপুর উপজেলা শাখার ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ হয়েছে। 

তিনি বলেন, এ ধরনের কাজের জন্য দল কোনভাবেই দায়ী নয় এবং দায়-দায়িত্ব নিবে না। এ ধরনের অপকর্মের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যারা বিএনপি'র নাম ব্যবহার করে এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদলের ঊর্ধ্বতন নেতা-নেতৃবৃন্দের এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবী জানাচ্ছি।