
রংপুরের মিঠাপুকুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আব্দুল আউয়াল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকাল আনুমানিক চারটার সময় বলদিপুকুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা গেলেও ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে যায়।
নিহত আউয়াল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর বাজার সংলগ্ন মমিনপুর গ্রামের মৃত- আব্দুল করিম মুন্সির ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় নিহত যুবক বলদিপুকুর বাসস্ট্যান্ডের মিনি আন্ডার পাসের পশ্চিম দিক থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরপূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় উত্তর দিক থেকে আসা একটি খালি ট্রাক,যাহার রেজিস্ট্রেশন নং কুষ্টিয়া- ট (১১০১০৪) এর মুখোমুখি পড়েন। এতে মোটরসাইকেলে থাকা আবদুল আউয়াল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে মোটরসাইকেলে থাকা তার বন্ধু খায়রুল ইসলাম খোকন ছিটকে পড়ে বেঁচে যান।
বিকাশ ব্যবসায়ী জামাল হোসেন জানান, দুর্ঘটনার সময় আউয়ালের মোটরসাইকেল এবং ট্রাকের গতি খুবই কম ছিল।
রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য, আরিফুল ইসলাম আরিফ বলেন,নিহত আউয়াল রংপুর জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির সদস্য ছিলেন। বিএনপির দুর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। সহপাঠী সুমন মিয়া বলেন, আউয়াল বাড়িঘরের কাজ শেষে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তার পূর্বেই ছেলেটা অকালে চলে গেলো।
বড়দরগাহ হাইওয়ে পুলিশের (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments