Image description

গাজীপুরের কালিয়াকৈরে চারটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা যায়,উপজেলার খাড়া জোড়া এলাকায় বুধবার বিকেল ৫টার দিকে চারটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ইমরানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।পরে আলতাফ, হাফিজুর সাজাহানসহ চারটি গোডাউন আগুন ছড়িয়ে পরে।

সন্ধ্যায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, আজ বিকেলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সামনের একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।