Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের নেতাসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার(৯ এপ্রিল) ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর (৩৪) ও যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় ছেড়ে অন্যত্রে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে সাগর হোসেন শুক্কুর ও আবদুল কাদেরকে গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে  আটক করা হয়।

উল্লেখ্য গত ৩০ মার্চ রবিবার রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু গত ৫ আগস্টের পর ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নিজ বাড়িতে আসেন। এ ঘটনার খবর পেয়ে যুবদল নেতা আবদুল কাদের ও সাগর হোসেন শুক্কুরের নেতৃত্বে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা মেহেদী হাসান মঞ্জুকে ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে।  ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের বিষয়টি জানতে পেরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মোল্লা ঘটনাস্থলে আসলে ইটপাটকেল নিক্ষেপে তিনি বামহাতে আঘাতপ্রাপ্ত হন।

বিষয়টি জানতে পেরে ঐদিন রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। 

স্থানীয় লোকজন জানান, মেহেদী হাসান মঞ্জু লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালনকালে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বিএনপি জামায়াতসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর, চাঁদাবাজিসহ ৪আগষ্ট লক্ষ্মীপুর সদর এলাকায় হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া সাগর হোসেন শুক্কুরকে কয়েকদফায় মারধর করে মেহেদী হাসান মঞ্জু।

আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার পর ১ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী অ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু ও এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজিজুর রহমান বাচ্চু মোল্লার শারীরিক খবর নিতে ঘটনাস্থলে যান। এসময় বিএনপি নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।