
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাসুমা বেগম। গতকাল বুধবার রাতেউপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হওয়ায় সিলেট উসমানী মেডিকেল নিয়েছিল যাওয়ার পথে মাসুমার বাবা রাকিব আলী (৫০) মারা যান। বৃহস্পতিবার(১০ এপ্রিল)সকাল ১১ টার দিকে তার বাবার দাফন সম্পন্ন হয়।
মাসুমা বেগম এ বছর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় রনসী থেকে মানবিক শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার রাতে মাসুমার বাবা রাকিব আলী (৫০) নিজ বাড়িতে হঠাৎ অজ্ঞান হওয়ায় সিলেট উসমানী মেডিকেল নিয়েছিল যাওয়ার পথে মারা যান। নিয়তি মেনে নিয়ে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে মাসুমাকে পরীক্ষার হলে যেতে হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই সকাল ১১টায় তার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাসুমার আত্মীয়রা বলেন, ' মাসুমার বাবার মৃত্যুতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। তবে একটি পরীক্ষা না দিলে ফল অকৃতকার্য হবে। এ জন্য বাবার লাশ বাড়িতে রেখে তাকে পরীক্ষার হলে নিয়ে আসি। হয়ত পড়ালেখা শেষ করতে পারলে, সে পরিবারের শিক্ষিত হিসেবে সবার দায়িত্ব নিতে পারবে।
পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় রনসীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মাহমুদুল হাসান বলেন, মাসুমার বাবার মৃত্যুর বিষয়টি খবর পেয়ে আমি রাতে ছাত্রীর বাড়িতে গিয়ে তার বাবার লাশ দেখে আসি। মেয়েটি শোকাহত থাকায় পরীক্ষা দিতে আগ্রহী ছিল না, সকালে তাকে পরীক্ষা দেওয়ানোর জন্য কেন্দ্রে নিয়ে যাই। তবে তার বাবার জানাজা ১১টায় হওয়ায় সে আগে চলে যেতে চেয়েছিল। পরে শিক্ষক ও সহপাঠীরা বুঝিয়ে বললে ১২টা ৩০ মিনিটে পরীক্ষা শেষ করে সে চলে যায়। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। এ সময় আমরা তাকে শোকাহত হতে দেখেছি।’
Comments