ছাড়া পেলেন সা’কা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা মুক্তিযোদ্ধা আবছার

বিগত সরকারের আমলে মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা মুক্তিযোদ্ধা নুরুল আবছার(৭৬)কে হেফাজতে নেয়ার পর পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সকালে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ওসি ইমন কান্তি চৌধুরী জানান, আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারের ব্যাপারে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোন অভিযোগ নেই। এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়ও কোন মামলার তথ্য পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, ১০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়াস্থ আবদুল গনি মাঝির বাড়িতে সা,কা চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী মামলায় সাক্ষ্যদাতা নুরুল আবছারের অবস্থান জানতে পেরে স্থানীয় জনতা বাড়ি ঘেরাও করে রাখেন।বিষয়টি নিয়ে উত্তেজনার মধ্যে খবর পেয়ে সেখান থেকে নুরুল আবছারকে হেফাজতে নেয় পুলিশ।
Comments