Image description

সুনামগঞ্জের ছাতকে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন নামের মটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক আরোহী আহত হয়েছে।

আনোয়ার হোসেন ছাতক সিমেন্ট ফ্যাক্টরির মসজিদ টিলা এলাকার শফিকুল ইসলামের ছেলে। আহত দিপু মিয়া নোয়ারাই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে  

জানা যায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মটর সাইকেল যোগে আনোয়ার ও দিপু ছাতক শহরে যাচ্ছিল। পৌরশহরের কিবরিয়া কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দ্রুতগামী অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় তারা সড়কের পাশে ছিটকে পড়ে আহত হয়। মুমূর্ষু অবস্থায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় ভর্তির কিছু সময় পরে মারা যান আনোয়ার হোসেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমান আকন্দ বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাত চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।