
তিন দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত ৫ চবি শিক্ষার্থীসহ ৬ জন। অপহৃতদের উদ্ধারে শুক্রবার সকাল থেকে জেলা সদরের পানখাইয়াপাড়া, মধুপুর ও আশপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালিত করে। এ সময় সন্দেহজনক বসতবাড়ি ও পরিবহনে তল্লাশি চালানো হয়। তবে এখন পর্যন্ত অপহৃতদের পরিবার থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃতদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। অপহরণকারীরা যেসব এলাকায় লুকিয়ে থাকতে পারে, সেসব স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে।
এর আগে, গত বুধবার খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতাসহ পাঁচ শিক্ষার্থী ও আরও একজন অপহৃত হন। ঘটনার জন্য ইউপিডিএফকে (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) দায়ী করছে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস। তবে ইউপিডিএফ পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Comments