Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন শাহ আলম। কিন্তু দুর্বৃত্তদের বিষক্রিয়ায় রাতারাতি প্রায় চার লক্ষ টাকার মাছ বিনষ্ট হওয়ায় নিঃস্ব  হওয়ার পথে তিনি। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের আঁকড়া গ্রামে। 

ক্ষতিগ্রস্ত মাছ চাষি আঁকড়া গ্রামের মৃত সুরুৎজ্জামান শেখের ছেলে শাহ আলম।  

ক্ষতিগ্রস্ত চাষি শাহ আলম দৈনিক মানবকণ্ঠকে জানান, গত বৃহস্পতিবার রাতে কে বা কারা আমার ২ বিঘা পুকুরে শত্রুতা করে বিষ প্রয়োগ করেছে। যার ফলে শুক্রবার সকালে রুই, কাতলা, বাটা, সিলভার, ট্যাংরা মাছসহ বেশ কিছু মাছ মরে ভেসে উঠছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমি বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। 

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।