Image description

সিলেটের জাফলংয়ে নিজ দোকানের ভিতর থেকে রাজিব সরকার( ৩৩) নামে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার বাজার মিষ্টির দোকান থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব সরকার নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার দাউদ পুর গ্রামের জয় কৃষ্ণ সরকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব সরকার দীর্ঘদিন থেকে জাফলংয়ের মামার বাজারে একটি দোকান ভাড়া নিয়ে মিষ্টি বানিয়ে ব্যবসা করছেন। সে তার স্ত্রীকে নিয়েও সেখানে থাকতেন। গত কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে গেছেন। রোববার সাড়ে ৯ টায় স্থানীয় এক ব্যক্তি মিষ্টি কিনতে রাজিবের দোকানে যায়। দোকানের সাটার বন্ধ দেখতে পান তবে দোকানের ভিতর থেকে দুর্গন্ধ আসায় তিনি আশপাশের লোকজনকে ডেকে এনে সাটার খুলে দোকানে প্রবেশ করেন। সেখানে টিনের চালার কাঠের সাথে রাজিবের ঝুলন্ত অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা।

পরে স্থানীয়রা পুলিশ কে  খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ রাজিব সরকার নামে এক মিষ্টি  ব্যবসায়ীর  নিজ দোকান থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ৩ / ৪ চার দিন আগে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।