মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের মাঠে জলাবন্ধতা দেখা দিয়েছে। আশপাশের জমিতে ড্রেজার দিয়ে বালু ভরাটের পর অতিরিক্ত পানি ওই মাঠে ফেলায় এবং বৃষ্টিতে মাঠটিতে জলাবন্ধতার সৃষ্টি হয়। এতে মাছ চাষ করায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে বুধবার (২৯ অক্টোবর) সকালে দেখা যায়, বিদ্যালয়ের খেলার মাঠটি সম্পূর্ণরূপে পানিতে ডুবে আছে, যা দেখে বোঝার উপায় নেই এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে ড্রেজার দিয়ে ফসলি জমি ভরাটের সময় অবশিষ্ট পানি বিদ্যালয়ের মাঠে ফেলা হয়। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঠটি মাছ চাষের জন্য লিজ দেন। সম্প্রতি বিদ্যালয়ের মাঠটিতে মাছ চাষ শুরু হয়েছে। নিয়মিত মাছের খাবার দেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে মাঠ শুকানোর কথা বলা হলেও এখন সেখানে মাছ চাষ হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও শরীরচর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
অভিভাবক আলমগীর হোসেন বলেন, ‘এটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, পুকুর নয়। মাঠ শুকিয়ে শিক্ষার্থীদের খেলার সুযোগ ফিরিয়ে দিতে হবে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল হাসান মাছ ছাড়ার জন্য লিজ দেওয়ার বিষয়টি অস্বীকার বলেন, ‘আমি কাউকে লিজ দেয়নি। সেলো মেশিন দিয়ে মাঠটি সেচ দেওয়ার কাজ শুরু হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাম্প দিয়ে পানি নিষ্কাশনের জন্য বলা হয়েছে।’



Comments