সিরাজগঞ্জের রায়গঞ্জে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।
চিকিৎসা ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞ, শিশু ও নবজাতক বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁনের সার্বিক সহযোগিতায় ও ইউপি প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পটির উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
এ সময় ইউপি সচিব মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার, চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীর, গণমাধ্যম কর্মী রাম সরকার বিপ্লব, সাইদুল ইসলাম আবিরসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, হতদরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চান্দাইকোনা ইউনিয়নে এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিতভাবে চালু রাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষদের চিকিৎসা সেবার আওতায় আনা আমাদের মূল লক্ষ্য।”




Comments