Image description

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য সমবায় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে এসে আলোচনা সভায় পরিণত হয়।

সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কে. এম. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান শেষে সমবায় খাতে বিশেষ অবদান রাখা বিভিন্ন সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।