Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা, বিরিয়ানি হাউজে পচা-বাসি মাংস সংরক্ষণ এবং টয়লেটের পাশে নোংরা পরিবেশে মাংস কাটাকুটি করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার পৌরসদর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুণ্ড) মো. জাহেরুল হকসহ পুলিশ সদস্যরা।

নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম জানান, সীতাকুণ্ডে নিরাপদ বেকারি ও সীতাকুণ্ড বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে দেখা যায়, বেকারীতে অপরিষ্কার নোংরা পরিবেশ বিরাজ করছে এবং বিরিয়ানি হাউজে পচা-বাসি মাংস সংরক্ষণ করা হচ্ছে। টয়লেটের পাশে নোংরা পরিবেশে মাংস কাটাকুটি করতে দেখা যায় এবং ফ্রিজে অনেক দিনের পুরনো মাংস সংরক্ষণ করা হয়েছে, যা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এসব অনিয়মের জন্য তিনি তিনটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। 

তিনি আরও সতর্ক করে বলেন, পুনরায় একই অবস্থা পাওয়া গেলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।