সন্দ্বীপে প্রথমবারের মতো রোকেয়া মুজিবুল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
চট্টগ্রামের সন্দ্বীপে প্রথমবারের মতো "রোকেয়া মুজিবুল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে জেএএম সংস্থার উদ্যোগে ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সীতাকুণ্ডের কৃতি সন্তান লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় সন্দ্বীপের ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি মাদ্রাসার নবম শ্রেণির মোট ৪৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা শেষে বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবুল হাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএএম সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব লায়ন মো. আসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব শফিউল আজম বিএ, জেএএম সংস্থার নির্বাহী জামিলা নাজনীন বিএড, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মো. মোবারক আলী, জেএএম সংস্থার সভাপতি মেহেরীন আনহার উজমা, বৃত্তি পরীক্ষার সচিব মুহাম্মদ মাইনউদ্দীন, শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা সভাপতি জামশেদ উদ্দিন এবং বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক আনিস আকতার টিটু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত করেন মাওলানা ইসমাইল এবং গীতা পাঠ করেন সৌরভ দাস। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা এ. এস. এম. হালিম উল্যাহ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপের সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোকেয়া মুজিবুল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সন্দ্বীপের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।




Comments