“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, সাবেক শিক্ষক মনিরুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সমবায় সংশ্লিষ্ট অন্তত অর্ধ শতাধিক নারী-পুরুষ।




Comments