চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৬৫) নিহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) রাত ২টার দিকে পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিক জানান, রাত আনুমানিক ২টার দিকে পৌরসদরের ইয়াকুবনগর এলাকায় চট্টগ্রামমুখী ডাউন লাইনে ওই নারী ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের পরনে গোলাপী রঙের পেটিকোট ও হলুদ রঙের ব্লাউজ ছিল। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




Comments