Image description

হবিগঞ্জের মাধবপুরে এবার টমেটো চাষে বাম্পার ফলন হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বেলঘর এলাকায় ৬০ শতক জমিতে টমেটো চাষ করেছেন কৃষক মো. চুট্রু মিয়া। তার খেতে এখন লাল টমেটোর সাগর। দিনভর চলে সংগ্রহ ও বাজারজাতের ব্যস্ততা।

চাষি চুট্রু মিয়া জানান, আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করেছেন তিনি। একদিন পরপর ৩০ থেকে ৪০ কেরেট টমেটো স্থানীয় বাজারে বিক্রি করছেন। প্রতিদিনই ভালো দাম পাচ্ছেন। তিনি বলেন, ধান চাষে তেমন লাভ হতো না। কিন্তু টমেটোতে ভালো ফলন পেয়েছি। মৌসুম শেষে ভালো লাভের আশা করছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, মাধবপুরের মাটি ও আবহাওয়া সবজি চাষের জন্য উপযোগী। কৃষকরা টমেটো, মরিচ, বেগুনসহ উচ্চমূল্যের সবজি চাষে আগ্রহী হচ্ছেন। আমরা মাঠ পর্যায়ে সার্বিক সহায়তা ও পরামর্শ দিচ্ছি। চুট্রু মিয়ার মতো সফল কৃষকরা অন্যদের উৎসাহিত করছেন।

তিনি আরও জানান, মাধবপুর উপজেলায় এ মৌসুমে প্রায় ৩৫০ একর জমিতে টমেটোর আবাদ হয়েছে। সময়মতো পরিচর্যা, মানসম্মত বীজ ও সঠিক সার ব্যবহারের ফলে এ বছর ফলন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়েছে।

কৃষি কর্মকর্তাদের মতে, আগাম বাজারে টমেটো বিক্রি করে কৃষকরা লাভবান হচ্ছেন। বিশেষ করে যেসব কৃষক গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেছেন, তারা বর্তমানে ভালো দাম পাচ্ছেন।

কৃষি অফিসার আরও বলেন, আগাম সবজি চাষ কৃষকদের জন্য লাভজনক। তাই সবাইকে আগাম ও উচ্চমূল্যের সবজি চাষে এগিয়ে আসতে হবে।