দুর্গাপুরে বৃষ্টিতে খামার ডুবে ১৪শ মুরগির মৃত্যু, দিশেহারা তরুণ উদ্যোক্তা
টানা রাতভর বৃষ্টিতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালীগঞ্জ গ্রামের তরুণ উদ্যোক্তা রাব্বির পোলট্রি খামার ডুবে ১৪শ মুরগি মারা গেছে। এক রাতেই ধ্বংস হয়ে যায় তার সমস্ত পরিশ্রম ও স্বপ্ন। এখন তিনি দাঁড়িয়ে আছেন দিশেহারা এক বাস্তবতার সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের নিম্নাঞ্চলে কয়েক বছর ধরে রাব্বি পোলট্রি খামার চালাচ্ছিলেন। এলাকার তরুণদের মধ্যে তিনি ছিলেন আত্মনির্ভরতার দৃষ্টান্ত। গতকাল রাতের প্রবল বর্ষণে হঠাৎ পানি ঢুকে খামার তলিয়ে যায়। সকালে দেখা যায়, সব মুরগি পানিতে ডুবে মারা গেছে।
রাব্বি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে খামার করেছিলাম। ভালোভাবে জীবনযাপনের আশায় শুরু করেছিলাম। কিন্তু এক রাতের বৃষ্টিতে সব শেষ। এখন ঋণ শোধ করবো কীভাবে, কিছু বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, “এর আগে খামারে পানি ওঠেনি। এবার এমন বৃষ্টি হলো যে চোখের সামনে সব ভেসে গেলো।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “বিষয়টি আমি অবগত। আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।”
রাব্বির এই দুরবস্থায় গ্রামজুড়ে নেমে এসেছে গভীর উদ্বেগ ও সহমর্মিতার ছায়া। স্থানীয়রা বলেন, রাব্বি একজন পরিশ্রমী ও সৎ তরুণ উদ্যোক্তা। তার এই ক্ষতি একার পক্ষে পুষিয়ে ওঠা সম্ভব নয়।
তারা সরকারের কাছে রাব্বির জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে এই তরুণ উদ্যোক্তা আবার ঘুরে দাঁড়িয়ে নিজের স্বপ্ন নতুন করে গড়ে তুলতে পারেন।




Comments