কালকিনিতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
মাদারীপুরের কালকিনি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) প্রকল্পের আওতায় ভ্রাম্যমান গাড়িতে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ প্রশিক্ষণে উদ্বোধন করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্যাশিয়ার ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের মোল্লা।
দুই মাসব্যাপী (নভেম্বর–ডিসেম্বর ২০২৫) এ প্রশিক্ষণে চারটি ব্যাচে ২০ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে। দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে।




Comments