হবিগঞ্জের মাধবপুরে বিজিবির বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবি সদস্যরা। শনিবার (১ নভেম্বর) মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন তেমুনিয়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
আটককৃত যুবকের নাম মো. মোসাদ্দির (২৬)। তিনি উপজেলার উত্তর বোরক গ্রামের আব্দুল ওসমানের ছেলে।
বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “বিজিবি দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি অভিযান শুধু অপরাধ দমনেই নয়, সীমান্তবর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে।”
তিনি আরও জানান, আটক যুবক ও জব্দকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।




Comments