Image description

চট্টগ্রাম-রাঙ্গামাটি  সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজারে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পাইশিথোয়াই মারমা (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী ও দুই শিশু সন্তান আহত হয়। রবিবার দুপুর দেড়টায় বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামেন এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত- মোটরসাইকেল চালক পাইশিথোয়াই, কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। তিনি বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়- রবিবার দুপুর দেড়টায় কাউখালী উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজারে কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শবর্তী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনায় পাইশিথোয়াই এর স্ত্রী থুইপ্রæমা মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও ৩ বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানটির চালক পুলিশ আব্দুর রহিম (৩৮) হেফাজতে আছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।