রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী রিয়াদের (১৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমতের ছেলে। তিনি শ্রীপুর এলাকার কাদেরিয়া বেকারিতে কর্মরত ছিলেন। আহত রনো (২০) সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রনজিতের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলটি দ্রুতগতিতে শ্রীপুর থেকে বড়পুলের দিকে যাচ্ছিল। সকাল প্রায় ৯টা ৫০ মিনিটের দিকে আমাদের অফিসের সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই সড়কে ছিটকে পড়ে যায়। আমরা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠাই।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. রওশন আরা আক্তার বলেন, দুজন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালীন রিয়াদ নামের কিশোরটি মারা যায়। তার মাথায় গুরুতর আঘাত ছিল। অন্য আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




Comments