Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। 

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনার আওতায় উপজেলার ৯৩৮০ বিঘা জমিতে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড়সহ বিভিন্ন রবি ফসল চাষ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে লাভজনক ফসল চাষে উৎসাহিত করবে, উৎপাদন বাড়াবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

কৃষকরা জানান, এই সহায়তা তাঁদের উৎপাদন ব্যয় কমাতে ও ফলন বৃদ্ধি করতে সহায়ক হবে।