Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। 

সোমবার বিকেলে উপজেলার ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে ধানের শীষের ভোট প্রার্থনা করেন তিনি। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, যুবদল সভাপতি শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলিমুদ্দিন প্রমুখ।