খুলনায় সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ১
খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বিভাগে (সেরেস্তা) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর ৩টার দিকে দুর্বৃত্তরা অফিসের পিছনের গ্রিলের ফাঁকা দিয়ে ভিতরে পেট্রোল ভর্তি দুটি প্লাস্টিকের বোতল ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। এতে আগুন ধরে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পরপরই পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
অফিসের নিরাপত্তারক্ষী ওয়াহিদুর রহমান নান্নু বলেন, ‘দুর্বৃত্তরা দলিল লেখক বিভাগে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। যার ফলে চেয়ার ও টেবিল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
তিনি জানান, এর আগে গত মঙ্গলবার নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়েরকৃত মামলায় রবিউল ইসলাম নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবলীগের খুলনা মহানগর সভাপতি শফিকুল ইসলাম পলাশের চাচাতো ভাই।




Comments