চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুর থেকে জিয়াউর রহমান (৪৫) নামের এক অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের শান্তির হাট বাজারের দক্ষিনে পুবালী ব্যাংক সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জিয়াউর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার মন্দা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে অটোরিকসা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি জিয়াউর রহমান। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করে।
পুলিশের দাবি জিয়াউর রহমান মৃগ রোগে আক্রান্ত ছিল। পুকুরের পানিতে পড়ার কারণে সে মৃগি রোগে মারা যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীর পঁচন ধরে গেছে। প্রাথমিক ভাবে সে মৃগি রোগে আক্রান্ত বলে পরিবার থেকে জানানো হয়েছে। এরপরও আমরা তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছি।




Comments