Image description

খুলনার দাকোপ উপজেলার মোজামনগর এলাকায় ইট সলিং রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। স্থানীয়দের প্রতিবাদের মুখে এই ব্যবস্থা নেওয়া হলেও প্রকল্প সভাপতি কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

২০২৪-২৫ অর্থবছরে তিলডাঙা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে উত্তর কামিনীবাসিয়া কেয়ারের রাস্তার মাথা থেকে শ্মশানঘাট লাইট পোস্ট পর্যন্ত ২০০ মিটার দৈর্ঘ্যের রাস্তা নির্মাণে ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। কিন্তু অভিযোগ, প্রকল্প সভাপতি নিম্নমানের ইট ও অপর্যাপ্ত বালু ব্যবহার করে কাজ করছিলেন। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানালে ইউএনও আসমত হোসেন কাজ বন্ধ করে দেন।

স্থানীয় বাসিন্দা নাজমুল গাজী, আমিরুল গাজী, নূর ইসলাম ফরিক ও রমজান গাজী জানান, “কম বালু ও পানি ছাড়া নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। আমরা ভালো ইট দিয়ে কাজ করার দাবি জানিয়েছি এবং বিষয়টি ইউএনওকে অবহিত করেছি।”

প্রকল্প সভাপতি ও তিলডাঙা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, “প্রথমে ভালো ইট ব্যবহার করা হয়েছিল। পরে কিছু ইটের মান খারাপ হওয়ায় স্থানীয়রা কাজ বন্ধ করেছে। ভালো ইট এনে কাজ শুরু করা হবে।”

ইউএনও আসমত হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিম্নমানের ইট ফেরত দিয়ে ভালো ইট ব্যবহার করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসী মানসম্পন্ন কাজের দাবিতে সোচ্চার রয়েছেন।