কর্ণফুলীতে ব্যবসায়ীর জমিতে বিএনপি নেতার সাইনবোর্ড, থানায় অভিযোগ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙারচর মৌজায় এক ব্যবসায়ীর ক্রয়কৃত ৪০ শতক জমিতে জোর করে সাইনবোর্ড টাঙানোর অভিযোগ উঠেছে জুলধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের বিরুদ্ধে। বাধা দেওয়ায় জমির কেয়ারটেকার সাবের আহমদকে মারধর ও হুমকির ঘটনাও ঘটেছে।
গত ৩০ নভেম্বর (রোববার) কর্ণফুলী থানায় এ বিএনপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল আলমের ল্যান্ড সার্ভেয়ার দেবব্রত দাশ।
জানা গেছে, খাতুনগঞ্জের ব্যবসায়ী নুরুল আলম ২০১১ সালে মধ্যম হালিশহরের মো. নজরুল হকের কাছ থেকে ওই ৪০ শতক জমি ক্রয় করেন। ক্রয়ের পর মাটি ভরাট ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন তিনি। কিন্তু ২০২১ সাল থেকে একই জমি নিয়ে পটিয়া সহকারী জজ আদালতে মামলা (মামলা নং- ৮০৫০/২৪ ও ৮০৫১/২৪) চলমান রয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেজিস্ট্রি ও বায়না দলিলের মেয়াদ বলবৎ থাকবে। এর মধ্যে গত ২৫ অক্টোবর বিএনপি নেতা সেলিম গোপনে বিরোধীয় জমিতে বায়না করে সাইনবোর্ড টাঙিয়ে দেন। বাধা দিলে কেয়ারটেকার সাবের আহমদকে কিল-ঘুষি মেরে জখম করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
উল্লেখ্য, ব্যবসায়ী নুরুল আলম নিজেই বিএনপির সমর্থক। তিনি দলের শীর্ষ নেতাদের কাছেও বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো সমাধান হয়নি।
এ ব্যাপারে মো. সেলিম উদ্দিন বলেন, “বায়না সূত্রে জমিটি আমার। গত ৮ মাস আগে নিজের জমিতে সাইনবোর্ড টাঙিয়েছি। এতদিন পর তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন।”




Comments