ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর যাত্রীবাহী বাস ও দাঁড়িয়ে থাকা ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী ‘ওয়েলকাম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ব্রিজে পৌঁছালে আগে থেকেই ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। গুরুতর আহতদের দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের সাহায্যে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার কারণে আড়িয়াল খাঁ ব্রিজে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন তৈরি হলেও রেকার অপসারণের পর এখন যান চলাচল স্বাভাবিক।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এই অংশে চলতি বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তারা রাত বা ভোরে যানবাহন থামানো নিয়ন্ত্রণ ও সতর্কতা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।




Comments