Image description

আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র মনোনয়নকে কেন্দ্র করে গোষ্ঠাগত কোন্দল, অন্যদিকে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনির্দিষ্ট পরিকল্পনা–প্রচারণা দেখাচ্ছে আসনটি যেন দুই ধরণের রাজনীতির ময়দান।

বিএনপি: মনোনয়ন সংগ্রাম ও বিভাজন
বিএনপি রাজশাহী-৫ আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে নজরুল ইসলাম মন্ডল–কে। তবে আটজনের মতো মনোনয়নপ্রত্যাশী–সহ সরগরম মনোনয়ন দৌঁড়, যা গোষ্ঠাগত প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। মনোনয়ন না পাওয়া অংশের নেতাকর্মীরা রাস্তা অবরোধ ও আন্দোলন শুরু করেছেন —নজরুল মন্ডলের মনোনয়ন বাতিলসহ নতুন প্রার্থী চান তারা। 

এই বিষয়ে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “বিএনপি একটি বৃহৎ দল। এখানে যোগ্য প্রার্থীর অভাব নেই। মনোনয়ন একজনই পান, কিন্তু আমরা সবাই মিলে উন্নত ও আধুনিক পুঠিয়া-দুর্গাপুর গড়ে তুলতে চাই। দলের হাইকমান্ড আমাকে যে আস্থা দেখিয়েছে, আমি তার মর্যাদা রক্ষা করতে চাই।”

জামায়াত: একক প্রার্থী ও সংগঠিত প্রস্তুতি 
জামায়াত ইতিমধ্যেই রাজশাহী-৫ আসনের জন্য মনোনয়ন চূড়ান্ত করেছে নুরুজ্জামান লিটনকে। নুরুজ্জামান লিটন দীর্ঘদিন ধরে সমাজসেবা ও শিল্প খাতে কাজ করে আসছেন।

আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “মানুষ ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র দেখতে চায়। সেই দৃষ্টিকোণ থেকে পুঠিয়া-দুর্গাপুরের মানুষের কাছে দাঁড়িপাল্লাই সবচেয়ে পছন্দের প্রতীক।”

দলীয় সিদ্ধান্ত দ্রুত নেওয়ার ফলে তারা মাঠ গড়ে তুলেছে, জনসংযোগ ও সংগঠিত প্রচারণা শুরু করেছে। বিএনপির অভ্যন্তরীণ দোলাচলে, মনোনয়ন বিতর্ক ও গোষ্ঠা দ্বন্দ্বে আসন দখল জটিল হয়ে পড়েছে। অপরদিকে জামায়াত–নেতৃত্বাধীন সুসংগঠিত প্রচারণা এবং একক প্রার্থীর কারণে ‘ভোটের ময়দান’–এ লিটনের সুবিধা স্পষ্ট।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি।

দূর্গাপুর উপজেলার সূর্যভাগ গ্রামের কৃষক ইসাহাক আলী বলেন, “আমরা চাই যিনি নির্বাচিত হবেন তিনি যেন এলাকার উন্নয়ন করেন, যুবকদের কর্মসংস্থান বাড়ান।”

পুঠিয়ার ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, “নজরুল স্যার শিক্ষিত ও অভিজ্ঞ মানুষ, তবে লিটন সাহেবও এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমরা দেখি কে বাস্তবে কাজ করে।”

আরেক তরুণ ভোটার শিপন আলী বলেন, “আমরা দল দেখি না, আমরা দেখি কে এলাকার জন্য সত্যিকারের কাজ করবে।”

রাজশাহী-৫ আসনে বিএনপি ও জামায়াতের এই দ্বন্দ্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। উভয় দলের প্রার্থীরাই ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন এবং তৃণমূল পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন।

রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষও বলছেন, এবারের নির্বাচনে উন্নয়ন, স্বচ্ছতা ও নেতৃত্বগুণই হবে ভোটের মূল বিবেচ্য বিষয়।

এ্যাডভোকেট নুরুজ্জামান লিটন এবং অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুঠিয়া ও দুর্গাপুরের সর্বস্তরের জনগণের নিকট  দোয়া, সমর্থন এবং সর্বোপরি  নিজ নিজ দলের প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।