Image description

প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়ন এবং পদোন্নতিসহ ন্যায্য দাবির প্রেক্ষিতে ফরিদপুরের নগরকান্দায় কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবারকল্যাণ কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার কর্মসূচির প্রথম দিনে উপজেলা পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবারকল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন, তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন করে টানা ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালন করবেন।

কর্মীদের অভিযোগ, বর্তমানে সারা দেশে ৩৩ হাজার ৭১০ জন পরিবারকল্যাণ কর্মী মাঠপর্যায়ে দম্পতি নিবন্ধন, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদান কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও গত ২৬ বছর ধরে তারা পদোন্নতি, গ্রেড উন্নীতকরণ এবং অন্যান্য চাকরিগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এছাড়া পরিবারকল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধিও দীর্ঘ সময়ে সংশোধিত হয়নি।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে এর আগেও তারা লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু নিয়োগবিধি বাস্তবায়নে কর্তৃপক্ষের গড়িমসির কারণে তারা এবার কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছেন। তাদের মূল দাবি অনতিবিলম্বে প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মবিরতির প্রথম দিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবারকল্যাণ পরিদর্শিকা ফারজানা আলী, পরিবারকল্যাণ পরিদর্শক সজীব এহসান ও মেহেদী সাগর এবং পরিবারকল্যাণ সহকারী রাকিবা আক্তারী, আবিদা সুলতানা, টিয়া দাস, রিক্তা আক্তার প্রমুখ।