লাকসামে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে লাকসামে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়।
কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির দপ্তর ও প্রকাশনা সম্পাদক এয়াকুব আলীর সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ সহকারী উম্মে হাবিবা, পরিবার কল্যাণ পরিদর্শিকা রোকেয়া বেগম, তাহমিনা আক্তার, কোহিনূর বেগমসহ অন্যরা।
বক্তারা বলেন, পরিবারকল্যাণ কর্মীরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। তাই দ্রুত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়ন করার দাবী জানান তারা।




Comments