মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। ধানকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল রউফ কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গ্রামের দুই কিশোর কবরস্থানের পাশের একটি গাছে পেয়ারা পাড়তে যায়। এ সময় তারা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পায়। পরে তারা বিষয়টি দ্রুত স্থানীয় মাদ্রাসার শিক্ষকদের জানায়। খবর পেয়ে শিক্ষক ও স্থানীয় লোকজন কবরস্থানে গিয়ে দেখেন, খোঁড়া কবরগুলোর ভেতরে কঙ্কাল নেই।
ধানকোড়া গ্রামের বাসিন্দা মো. আল-মামুন জানান, যে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলোতে গত ৪ থেকে ৭ মাস আগে মরদেহ দাফন করা হয়েছিল। দুর্বৃত্তরা রাতের আঁধারে মাটি খুঁড়ে কঙ্কালগুলো বের করে নিয়ে গেছে।
এদিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, ‘কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির খবর পেয়েছি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’




Comments