Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাতিয়াইন এলাকার গোয়াইল্লা দিঘির পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আল-আমিন উপজেলার ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ ডিসেম্বর) মোবাইল ফোন কেনা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আল-আমিনের মনোমালিন্য হয়। এর জেরে অভিমান করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

অবশেষে রোববার সকালে স্থানীয় লোকজন গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ের পাশে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’