Image description

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ১০ হাজার টাকাসহ ইব্রাহিম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম রাজধানীর মিরপুর-২ নম্বরের ফলপট্টি এলাকার সোহরাব সরদারের ছেলে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘোষকান্দা এলাকায় অভিযান চালায়। এ সময় ইব্রাহিমকে আটক করা গেলেও তার সহযোগী ও একাধিক মামলার আসামি আনোয়ার হোসেন ওরফে বাবা আনার (৫২) কৌশলে পালিয়ে যান। পরে ইব্রাহিমের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ইব্রাহিম একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।