Image description

কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমিরচর ইউনিয়নে রাতের আঁধারে সরকারি রাস্তা ও বাজারের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ডাটিয়ারচর বাজারের পশ্চিম গলিতে এই ঘটনা ঘটে। মানুষের চলাচল ও পণ্যবাহী যানবাহন যাতায়াতের একমাত্র পথ আটকে নির্মাণকাজ শুরু করায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কালাম মিয়া নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে রাস্তা ও হাটের শেড দখল করে এই অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডাটিয়ারচর বাজার কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, প্রায় ১২ বছর আগে এলাকাবাসীর সহযোগিতায় এবং সীমানা প্রাচীর নির্ধারণ করে এই বাজারটি গড়ে তোলা হয়। বাজার প্রতিষ্ঠার সময় কালাম মিয়া নিজেও উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘এত বছর পর হঠাৎ করে তিনি রাস্তা দখল করে ঘর তুলছেন। তার যদি সত্যিই জমি থাকে, তবে নিয়ম মেনে সীমানা নির্ধারণ করে ঘর তুলুক। কিন্তু জোরপূর্বক রাস্তা দখল করা অন্যায়।’ এ বিষয়ে প্রতিকার চেয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কালাম মিয়া। তিনি দাবি করেন, ‘আমি সরকারি জায়গা দখল করিনি। বরং স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানসহ কয়েকজন জোরপূর্বক আমার জায়গা দখল করে বাজার ও শেড বানিয়েছিলেন। আমি আমার নিজের জায়গাতেই ঘর তুলছি।’

এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, ‘বাজারের জমি অবৈধ দখলের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢুষমারা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। যেহেতু এটি জমিজমা সংক্রান্ত বিরোধ, তাই স্থানীয়ভাবে সমাধান না হলে উভয়পক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’