হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদীর পাড়কে দূষণমুক্ত ও দৃষ্টিনন্দন করতে জমে থাকা আবর্জনার স্তূপ অপসারণের বিশেষ উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. মঈনুল হক ও পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরীর নির্দেশনায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল থেকে কিবরিয়া ব্রিজের পশ্চিম পাশে নদী তীরের আবর্জনা অপসারণের কাজ শুরু হয়। রোববারও (৭ ডিসেম্বর) এক্সকেভেটর, ডাম্পট্রাক ও ট্রাক্টর ব্যবহার করে পুরোদমে এই কার্যক্রম চলতে দেখা গেছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী। তিনি স্থানীয় বাজার পরিচালনা কমিটি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং নদী দূষণ রোধে তাদের সহযোগিতা কামনা করেন।
জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘আশপাশ থেকে প্রতিদিন ব্যাপকহারে বর্জ্য ফেলার কারণে নদী তীরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছিল। আমরা সহজ পথে আবর্জনা নদীতে না ফেলে, অতিরিক্ত যানবাহন ভাড়া করে তা দূরবর্তী স্থানে অপসারণ করছি। কারণ পৌরসভা নদী দূষণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চায়।’
তিনি আরও জানান, আবর্জনা পরিষ্কারের পর ওই স্থানে বাঁশের খুঁটি দিয়ে বেড়া দেওয়া হবে এবং সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।
ভবিষ্যতে যত্রতত্র ময়লা ফেলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, ‘পরিবেশ সুন্দর করার পর এই স্থানে আর বর্জ্য ফেলা যাবে না। এরপরও কেউ নিয়ম ভঙ্গ করে নদী পাড়ে আবর্জনা ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, সম্প্রতি পুরাতন খোয়াই নদীর দখলদারদের উচ্ছেদ ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে শহরের সৌন্দর্য বর্ধনে নিয়মিত কাজ করে যাচ্ছে হবিগঞ্জ পৌরসভা।




Comments