Image description

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বাচ্চু মল্লিক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু মল্লিক ওই গ্রামের জলিল মল্লিকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাচ্চু মল্লিক নিজের সবজি ক্ষেত পরিচর্যা করতে যান। এ সময় পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার জন্য জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান বাচ্চু মল্লিক।

নিহতের ভাই আবু বকর মল্লিক বলেন, ‘সকালে ভাই সবজি গাছ দেখতে জমিতে গিয়েছিলেন। অনেকক্ষণ না ফেরায় আমরা খুঁজতে গিয়ে দেখি তিনি ক্ষেতের মধ্যে পড়ে আছেন। প্রথমে আমরা ভেবেছিলাম তিনি স্ট্রোক করেছেন। পরে কাছে গিয়ে তার পায়ে বিদ্যুতের তার জড়ানো দেখতে পাই।’

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’